মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশের নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষের নাগরিকত্ব দেবে। শনিবার (৩০ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম বলেন, বিনিয়োগকারী, বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তি, কর্মদক্ষ, বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, লেখক, চিত্রশিল্পী, ও তাদের পরিবারদের নাগরিকত্ব দেওয়া হবে।
আমিরাত প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা দেশের উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখতে পারবেন, তাদের আকর্ষণ করাই তার সরকারের লক্ষ্য।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আমির আদালত এবং নির্বাহী পরিষদের সদস্যরা যাচাই-বাছাই শেষে প্রত্যেকটি শ্রেণিতে যোগ্যদের নাগরিকত্বের মনোনয়ন দেবেন।
খালিজ টাইমসের তথ্যমতে, নাগরিকত্ব পেতে হলে বিনিয়োগকারীদের সংযুক্ত আরব আমিরাতে সম্পত্তির মালিক হতে হবে। চিকিৎসকদের এমন কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে হবে যার চাহিদা রয়েছে এবং এক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নতুন পাসপোর্টধারীরা সংযুক্ত আরব আমিরাতের এই নাগরিকত্ব প্রকল্পের আওতায় যোগ্য বিবেচিত হবেন কি না তা এখনও পরিষ্কার নয়।
নদী বন্দর / এমকে