কবির দুহান সিং। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা। ২০১৪ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন কবির। এখন পর্যন্ত অভিনয় করেছেন ৩৯টি সিনেমায়। খল চরিত্রে অভিনয় করে বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।
নতুন খবর হলো- কবির দুহান সিংয়ের ৪০তম সিনেমা হতে যাচ্ছে বাংলাদেশের। প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তেলেগু এ অভিনেতা। নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন কবির।
গত মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দেন কবির। সেখানে লেছেন, একটি নতুন দেশ, একটি নতুন জীবন আর একটি নতুন চরিত্র। এবার খল চরিত্র নিয়ে গণ্ডি পেরিয়ে যাচ্ছি বাংলাদেশ। এটি হতে যাচ্ছে আমার ৪০তম সিনেমা, বাংলাদেশি হিসেবে প্রথম।#কবির৪০ লিখেছ আমাকে শুভেচ্ছা জানাতে পারেন। স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, বাংলাদেশ, আমি আসছি।
নতুন সিনেমাটি নিয়ে বেশি কিছু বলেননি কবির দুহান সিং। এদিকে, কবির অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’, ‘স্পিডুন্নুডু’, ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’, ‘অ্যাকশন’ ইত্যাদি।
নদী বন্দর / এমকে