ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের নতুন অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এ পদে কাজ করবেন তিনি। টুইট করে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল ইতিবাচক পরিবর্তনের জন্য অ্যাম্বাসেডর মনোনীত হয়ে খুবই সম্মানিত বোধ করছি। আগামী যতদিন আমি লন্ডনে কাজ করব, ততদিন আমি এই পদ সামলাব। খুব শিগগিরই আমরা কিছু নতুন উদ্যোগ নিতে যাচ্ছি, আমার এই যাত্রায় আপনাদের সকলকে সঙ্গে চাই।’
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘লন্ডন ফ্যাশন উইক’, ‘দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস’ সহ বিভিন্ন ইভেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন প্রিয়াঙ্কা। এর আগে, ২০১৬ সালের ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার ফ্যাশন কাউন্সিলের সঙ্গে যুক্ত হয়ে একপ্রকার বাজিমাত করেছেন তিনি- এমনটাই মনে করছেন বি টাউনের বাসিন্দারা।
নদী বন্দর/এএম