গত ১৩ জুলাই ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি দেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। মার্কিন মুলুকের যাওয়ার খবরটি নিজেই জানিয়েছিলেন। সেদিন সামাজিকমধ্যমে বিমানে বসা একটি ছবি ভাগ করে নেন তিনি। শাকিব যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে পশ্চিমা দেশটিতে উড়াল দিয়েছিলেন অভিনেত্রী শবনম বুবলী। এবার নিউইয়র্কে শাকিব ও তাঁর ছেলে সহ প্রাক্তন স্ত্রীর ঘুরে বেড়ানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পড়িয়েছে।
যেখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী। তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে চলছেন বুবলীও।
শাকিবের পরনে রয়েছে কালো টি-শার্ট। মাথায় পরেছেন হালকা আকাশী রঙের ক্যাপ। সাদা-কালো ট্রাউজার প্যান্ট এবং চোখে শোভা পাচ্ছে কালো চশম। অন্যদিকে ছেলে শেহজাদ খানের পরনে রয়েছে কালো টি-শার্ট, হালকা সাদা রঙের জিন্স প্যান্ট।
জানা গেছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।
এর আগে বুবলী ও ছেলের আমেরিকায় যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।’
নদীবন্দর/জেএস