1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
১ টিকেটে ২ ছবি— শুধু রবিতে - Nadibandar.com
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
নদীবন্দর, ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

দেশের অন্যতম বৃহৎ মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি গ্রাহকদের জন্য দিচ্ছে ‘এক টিকিটে দুই মুভি’ দেখার সুযোগ। আর সেই সিনেমা যদি হয় মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ এবং আলোচিত সিনেমা ‘উৎসব’—তবে তো কথাই নেই।

অবাক করা বিষয় হলো ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা দুটি রবি গ্রাহকরা দেখতে পারবেন মাত্র ১৮ টাকায়। প্রথমবারের মতো গ্রাহকদের জন্য এমন সেবা নিয়ে এলো মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠানটি। মুভি প্যাক কেনার লিংক: cutt.ly/Taandob_Utshob

মাই রবি অ্যাপ, রিচার্জ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ), ইউএসএসডি-র মতো একাধিক রবি প্ল্যাটফর্মের মাধ্যমে ১৮ টাকার মুভি প্যাক কিনলেই পাওয়া যাবে ৩০ দিনের সাবস্ক্রিপশন। অর্থাৎ মুভি প্যাক কেনার দিন থেকে পরের ৩০ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে দেখে নেওয়া যাবে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। ৭ আগস্ট থেকে চালু হয়েছে অফারটি, চলবে দুই মাস।

৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (৭ আগস্ট) ‘উৎসব’ এবং ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। চরকি সাবস্ক্রাইবাররা নিয়মিত প্রক্রিয়ায় দেখতে পাবেন সিনেমা দুটি। যারা সাবস্ক্রাইবার নন তারাও রবির মুভি প্যাক কিনে দেখতে পাবেন ‘উৎসব’ এবং ‘তাণ্ডব’।

৬ আগস্ট সন্ধ্যায় রবি ও চরকির মধ্যে এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। চরকি কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষে উপস্থিত ছিলেন হেড অফ রবি মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী, মো. সানজিদ হোসাইন, অ্যাসোসিয়েট ডিরেক্টর, কমার্শিয়াল পার্টনারশিপ, তারেক মোহাম্মদ এনামুল হক, সিনিয়র জেনারেল ম্যানেজার, ইন্টারনেট অ্যান্ড স্ট্রিমিং, চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেদওয়ান রনি, সিইও, মাসুদুল আমিন রিন্তু, হেড অফ কনটেন্ট অপারেশন অ্যান্ড কমার্শিয়াল, ফয়সাল রহমান, হেড অফ মার্কেটিং অ্যান্ড গ্রোথ, জাবেদ সুলতান পিয়াস, চিফ ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো।

হেড অফ রবি মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী বলেন, ‘রবি তার গ্রাহকদের সবসময় প্রিমিয়াম সেবা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে আমরা আমাদের গ্রাহকদের প্রিমিয়াম বিনোদনের সঙ্গে যুক্ত করতে চেয়েছি। ডিজিটাল মাধ্যমে সারা দেশের রবি গ্রাহকরা যেন সাশ্রয়ী মূল্যে সিনেমা দুটি উপভোগ করতে পারেন, সেই উদ্যোগ নিয়েছি আমরা। এই পদক্ষেপে যুক্ত হওয়ার জন্য চরকিকে ধন্যবাদ। আশা করছি গ্রাহকরাও উপভোগ করবেন সিনেমা দুটি।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘উৎসব ও তাণ্ডব দেখে ভালোলাগার কথা জানিয়েছেন দর্শকরা। সিনেমা দুটি নগরের প্রেক্ষাগৃহে অনেক দর্শক দেখলেও জেলা শহর, মফস্বলের দর্শকরা দেখতে পারেননি। রবির মাধ্যমে এই সিনেমা দুটি পৌঁছে যাবে বাংলা কনটেন্টের দর্শকদের হাতের মুঠোয়। আশা করছি উৎসব আর তান্ডব–এ বুঁদ হয়ে থাকবেন দর্শকরা।’

ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ পাওয়ার্ড বাই এডিসন রিয়েল এস্টেট সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

অন্যদিকে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ‘তাণ্ডব’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্মাণ সহযোগিতা করেছে দীপ্ত।

সেনসেশন কনডম প্রেজেন্টস ‘তাণ্ডব’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানুসহ অনেকে।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com