গতকাল রাতে গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হলো ভারতীয় সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর। রঙিন পোশাকে লাল গালিচায় তারকাদের উপস্থিতি, চোখ ধাঁধানো পারফরম্যান্সে এবারের ফিল্মফেয়ার ছিল এক কথায় তারার মেলা। এই বছর ফিল্মফেয়ার অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন শাহরুখ খান সঙ্গে ছিলেন করণ জোহর এবং মণীশ পল।
ফিল্মফেয়ারের মাধ্যমে দীর্ঘ ১৭ পর আবারও সঞ্চালনা করতে দেখা গেল শাহরুখ খান। আয়োজনের পুরো সময় জুড়ে মঞ্চের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি কাজলের সঙ্গে জুটি বেঁধে অভিনীত আইকনিক সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো জনপ্রিয় ট্র্যাকে মঞ্চ মাতিয়েছেন। উপস্থিত অতিথিদের এক মুহূর্তের জন্য নস্ট্যালজিয়া করে তুলেছিল কাজল-শাহরুখ।
শাহরুখের সঙ্গে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সম্পর্ক বহু পুরোনো। ১৯৯৯ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন। পুরস্কার গ্রহণের সময় তিনি প্রয়াত যশ চোপড়া ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, জীবনের শুরুতে ব্যর্থ হলেও হাল না ছাড়ার যে উপদেশ যশ চোপড়া তাঁকে দিয়েছিলেন সেই উপদেশ সারাজীবন মেনে চলবেন।
৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে চমক দেখিয়েছেন অনন্যা পাণ্ডে। প্রথমবারের মতো ফিল্মফেয়ারের মঞ্চে পারফর্ম করলেন চাঙ্কি কন্যা। গুজরাটের ফেমাস গরবা-র তালে ঝড় তুলেছিলেন তিনি।
নদীবন্দর/জেএস