1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
প্রেমিকের সঙ্গে কাজলের সমস্যা হলে মিটিয়ে দিতেন অজয় - Nadibandar.com
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৫৭ বার পঠিত

দেখতে দেখতে ২২ বছর হয়ে গেল কাজল ও অজয় দেবগনের দাম্পত্যের বয়স। সেই প্রথম ১৯৯৫ সালে ‘হালচাল’ ছবিতে দু’জনের দেখা। কাজল প্রচুর কথা বলতেন বলে অজয়ের তাকে একদম ভাল লাগেনি। উল্টোদিকে কাজলেরও তেমন পছন্দ হয়নি অজয়কে। বেশি গম্ভীর বলে।

কিন্তু প্রথম দৃশ্যে অভিনয় করে অজয় বুঝেছিলেন, এই মহিলা প্রশংসনীয়। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। সে থেকে প্রেম ও বিয়ে।

কিন্তু মজার তথ্য হলো প্রথম দু’বছর তারা অন্যান্য প্রেম করছিলেন। দুজনেই জানতেন দুজনের প্রেম সম্পর্কে। কিন্তু কবে যে তারা একে অপরের প্রেমে পড়ে গেলেন সেটা টেরই পাননি।

কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে কাজল তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে একটি মজার ঘটনার কথা জানান। সেসময় বেশ গাঢ় বন্ধুত্ব হয়ে উঠেছে কাজল ও অজয়ের। অজয় অন্য প্রেম করছেন। কাজলও অন্য সম্পর্কে। কিন্তু প্রেমের সমস্যায় জর্জরিত কাজল। কার কাছে সমাধান চাইবেন? অজয় রয়েছেন তো!

কাজলের মনে পড়ে, প্রেম-গুরুর মতো গুছিয়ে বসতেন অজয়। কাজল তাকে সমস্ত সমস্যার কথা বলতেন। তার প্রেমিক তার সঙ্গে এই করছেন, ওই করছেন। মন দিয়ে শুনতেন অজয়। ফের উপদেশ দিতেন কাজলকে। এভাবেই একে অপরের জীবনের অবিচ্ছিন্ন অংশ হয়ে উঠেছিলেন তারা।

প্রেম হওয়ার পরেও বহু দিন পর্যন্ত তারা সংবাদমাধ্যম থেকে দূরে থাকতেন। লুকিয়ে রাখতেন তাদের সম্পর্ক। বিয়ের ব্যাপারটিও কেউ টের পায়নি। বাড়ির ছাদে ছোট করে বিয়ে সেরেছিলেন বলিউডের এই যুগল। আর আজ তাদের সেই বিয়ের ২২ বছর কেটে গেল।

বিবাহবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অজয় দেবগণের সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করেছেন কাজল। ছাদে বসে রয়েছেন তিনি। দাঁড়িয়ে রয়েছেন অজয়। একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com