জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক হয়েছেন ৩৫ উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা। মঙ্গলবার (১৬ মার্চ) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এই কর্মকর্তাদের ৩৪ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করছিলেন। একজন রংপুর সেনানিবাসে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই কর্মকর্তাদের জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক নিয়োগ দিয়ে তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
নদী বন্দর / পিকে