লকডাউনে ফেরিতে জরুরি সেবার অ্যাম্বুলেন্স ও লাশাবাহী গাড়ি বাদে অন্য যানবাহন ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা থাকলেও দৌলতদিয়া দিয়ে পারাপার হচ্ছে ব্যক্তিগত ছোটগাড়ি ও যাত্রী। ফেরিতে সিরিয়াল দিয়ে গাদাগাদি করে উঠতে ও নামতে দেখা গেছে ছোটগাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীদের। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে দেশের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাটে এমন চিত্র দেখা যায়।
এদিকে জেলার হাট-বাজার ও রাস্তাঘাটগুলোতে বাড়তে শুরু করেছে মানুষ ও যানবাহনের সংখ্যা। ব্যবসায়ীরাও তাদের দোকানপাট খুলতে শুরু করেছেন।
অন্যদিকে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি নিশ্চিত ও লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, ‘সীমিত সংখ্যক ফেরি দিয়ে জরুরি সেবার অ্যাম্বুলেন্স ও পাস নিয়ে আসা ছোটগাড়ি পারাপার করা হচ্ছে। পাশাপাশি অন্য ব্যক্তিগত গাড়ি এসে পারাপারের জন্য সিরিয়ালে থাকছে।’
তিনি বলেন, ‘এসব পারাপার নিয়ন্ত্রণে লোকবল প্রয়োজন, কিন্তু তাদের লোকবল কম। ফেরির ছাড়ার সময় যাত্রীরাও উঠে যাচ্ছে। তখন কীভাবে কী করা যায়? এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা প্রয়োজন।’
নদী বন্দর / পিকে