পঞ্চগড়ের বোদায় ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি মৌসুমে ভুট্রার ক্ষেতগুলো ভালো হয়েছে দেখে কৃষকদের মনে বেশ হাসিখুশি। ফসল ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুক‚লে থাকলে চলতি বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে ভুট্রা চাষিরা আশা করছেন।
ধান ও গমের পাশাপাশি এ উপজেলার কৃষকার এখন ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন। আর বিশেষ করে ভুট্টা চাষে স্বল্প সময়ে অল্প খরচে অধিক লাভবান হওয়া যায় দেখে এ অঞ্চলের কৃষকেরা ধান ও গমের চাষের পাশাপাশি ভুট্টা চাষে বেশি ঝুঁকে পড়েন। আর এভাবে দিন দিন সবার মাঝে ভুট্টা চাষে আগ্রহ বেড়েই চলেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ঝলইশালশিরি ইউনিয়েনের গোবরাপাড়া গ্রামের ভুট্রা চাষী ফাজেদ আলী চলতি মৌসুমে ৩ একর জমিতে ভুট্টার আবাদ করেছেন। ভুট্টা গাছে গাছে ফুল ও ফল এসেছে।
মাস খানেক সময়ের মধ্যে তিনি ভুট্রা উত্তোলন করতে পারবেন। তিনি ভুট্রার বাম্পার ফলনের আশা করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৩ হাজার ৪ শত হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা।
এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর-রশিদ জানান, ভুট্টায় চাষে আমরা সব সময় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। ফলে ভুট্টা চাষে এ উপজেলার কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। তিনি আরো বলেন, ভুট্টায় খরচ অনেক কম কিন্তু দাম অনেক ভালো। সেই সঙ্গে ভুট্টার গাছ গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে বাজারে ভুট্টার চাহিদাও বেশি। সুতরাং ভুট্টা একটি লাভজনক ফসল। আবহাওয়া অনুকুলে থাকলে এবার ভুটার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
নদী বন্দর / জিকে