ব্রাহ্মণবাড়িয়ায় আমগাছ থেকে পড়ে গিয়ে নাসির উদ্দিন (৫০) নামের একজন মারা গেছেন। সোমবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের ধামচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন ধামচাইল গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সাদেকপুর ইউনিয়নের ধামচাইল স্কুলের পেছনে ফকির বাড়িতে দুপুর সাড়ে ১২টার দিকে ধান কাটার শ্রমিকদের আম খাওয়াবেন বলে গাছে ওঠেন নাসির। কিছুক্ষণ পর ডাল ভেঙে নিচে দেয়ালের ওপর পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায় তিনি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহ আরাফাত জানান, নাসির উদ্দিন মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা শেষে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নদী বন্দর / এমকে