পোশাক কারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধ করায় সাভারে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সোমবার (২৮ জুন) সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ও সিআরপি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
খোঁজ নিয়ে জানা যায়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনে সোমবার থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল। এদিকে সকালে কাজে যাওয়ার জন্য গার্মেন্টস শ্রমিকরা কোনো যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ও সিআরপি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এদিকে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ শ্রমিকদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিন দেখা যায়, সাভারে সকাল থেকেই শ্রমিকবাহী কিছু বাস থাকলেও মহাসড়কগুলো নেই কোনো গণপরিবহন। সাভারে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে পরিবহন সঙ্কটের কারণে অনেক শ্রমিককেই পায়ে হেটে ও রিকশা-ভ্যানে বাড়তি ভাড়া দিয়ে কর্মস্থলে যেতে দেখা যায়।
শ্রমিকরা জানান, কারখানা খোলা থাকলেও প্রতিষ্ঠান থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে কর্মস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এর সঙ্গে দেয়া লাগছে বাড়তি ভাড়া। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
শ্রমিকরা অভিযোগ করেন, গার্মেন্টস খোলা রেখে গাড়ি বন্ধ করে কেমন লকডাউন দেয়া হয়েছে? অনেক দূর থেকে পায়ে হেটে কাজে যাওয়াতো সম্ভব না। এই অমানবিকতা কী কারণে? এরকম হলে আমাদের বেতন-বোনাস দিয়ে সব বন্ধ করে দিক। গার্মেন্ট খোলা রেখে লকডাউন মানি না। আমাদের জীবনের দাম আছে।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, সকালে গার্মেন্টস শ্রমিকরা প্রায় এক ঘণ্টা মহসড়ক অবরোধ করে রাখলে যানজটের সৃষ্টি হয়। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা পালনের জন্য চেকপোস্টসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে কঠোর লকডাউনের ঘোষণায় কর্মহীন মানুষদেরকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে দাড়িয়ে থাকতে দেখা গেছে। তবে গণপরিবহন বন্ধ থাকলেও হাইয়েস বা প্রাইভেটকারে বাড়তি ভাড়ায় যেতে দেখা যায় অনেককে। পাশাপাশি কেউ রিকশা বা ভ্যানে করে ভেঙে ভেঙে গন্তব্য যাওয়ার চেষ্টা করেন। ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাকে করেও গন্তব্যে যাচ্ছেন অনেকে।
নদী বন্দর / সিএফ