1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
অব্যাহত শামসির ঘূর্ণি, উড়ছে দক্ষিণ আফ্রিকা - Nadibandar.com
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেবে না ভারত, ঘোষণা মন্ত্রীর রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা রাঙামাটিতে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৫ আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৩২৮৮ জন আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া প্রতিবেদন পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, ভ্যাটিকানে উপস্থিত ইউনূসসহ বিশ্ব নেতারা ভারত-পাকিস্তান সমাধান বের করে নেবে: ট্রাম্প গাজায় এক দিনে ৮৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৭১ বার পঠিত

চলতি মাসের শুরুতে তারকাবহুল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ শামসি। পাঁচ ম্যাচে ২০ ওভার বোলিং করে মাত্র ৮০ রান খরচায় ৭ উইকেট শিকার করেছেন তিনি, জিতেছেন সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার।

সেই ঘূর্ণি পরের সিরিজেও অব্যাহত রাখলেন ৩১ বছর বয়সী এ স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শামসি একাই গুঁড়িয়ে দিয়েছেন স্বাগতিকদের। যার সুবাদে ৩৩ রানের সহজ জয় পেয়েছে প্রোটিয়ারা। তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছে ১-০ ব্যবধানে।

ডাবলিনের মালাহিডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। কোনো ব্যাটসম্যানই পঞ্চাশের দেখা পাননি। জবাবে আইরিশদের ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৩২ রান করে। শামসি একাই নিয়েছেন ৪ উইকেট।

প্রোটিয়াদের ১৬৫ রানের সংগ্রহ এনে দেয়ার পথে অধিনায়ক টেম্বা বাভুমা ১৩ বলে ১৩, উইকেটরক্ষক কুইন্টন ডি কক ৯ বলে ২০, জানেমান মালান ৫ বলে ৪, এইডেন মারক্রাম ৩০ বলে ৩৯, রসি ফন ডার ডুসেন ১৮ বলে ২৫, ডেভিড মিলার ২১ বলে ২৮ ও কাগিসো রাবাদা ৯ বলে ১৯* রান করেন।

আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। তবে ৪ ওভারে ৩৯ রান খরচ করেন তিনি। অলরাউন্ডার সিমি সিং ৪ ওভারে ১৯ রানে নেন ২ উইকেট। বাঁহাতি পেসার জশ লিটনের শিকার ২৭ রানে ২ উইকেট।

রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান আইরিশ ওপেনার পল স্টারলিং। কিন্তু পরের বলে তাকে বোল্ড করে প্রতিশোধ নিয়ে নেন জর্জ লিন্ডে। মুখোমুখি প্রথম বলে কাগিসো রাবাদার হাতে ফিরতি ক্যাচ দেন আরেক ওপেনার কেভিন ও’ব্রায়েন।

অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি ১৬ বলে ২২ ও পাঁচে নামা হ্যারি ট্যাক্টর ৩৪ বলে ৩৬ রানের ইনিংস খেললেও তা তেমন কাজে লাগেনি। শামসির ঘূর্ণিতে মাত্র ৮৮ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ ৬.২ ওভারে আর উইকেট নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল মিলে শেষ উইকেটে গড়েন ৪৪ রানের জুটি। ম্যাকার্থির ২৫ বলে ৩০ ও লিটনের ১৮ বলে ১৫ রানের ইনিংস দুইটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

বল হাতে ৪ ওভারে ২৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তাবরাইজ শামসি। এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন জর্জ লিন্ডে ও লুঙ্গি এনগিডি।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com