রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। সোমবার (২৬ জুলাই) ভোরে অন্তারমোড় এলাকার জেলে শাহিন শেখের জালে মাছটি ধরা পড়ে।
পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২০০ টাকা কেজি হিসেবে ১৮ হাজার টাকায় শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ তা কিনে নেন।
এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
পরবর্তীতে আড়তদার সাভারের এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, এখন পদ্মায় প্রায়ই বড় বড় নানান প্রজাতির মাছ ধরা পড়ছে। যত দামই হোক, পদ্মার মাছ জানলে অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করেন। আমি জেলেদের কাছ থেকে কিনে সামান্য লাভে বিক্রি করি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মার সুস্বাদু এ ধরনের মাছ খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও ধনীরা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলেরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।