প্রথমবারের মতো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করছে মোটরসাইকেল। মাত্র ২০ টাকা টোলের বিনিময়ে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়া হয়। তবে এই অল্প সময়েও টোল প্লাজার শুরুতে মোটরসাইকেলের ভিড় দেখা গেছে। এছাড়া অল্প টাকায় যানজট এড়িয়ে এক্সপ্রেসওয়ে পার হতে পেরে অনেক চালক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সেতু বিভাগ সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে যানজট ও ভোগান্তির কথা বিবেচনা করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল ও অটোরিকশা এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে দেওয়ার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে পারে এই দুটি যান। প্রতিটি যানের জন্য ২০ টাকা টোল দিতে হয়।
এক্সপ্রেসওয়ে দিয়ে পার হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোটরসাইকেল চালাক সাজিদ রহমান। তিনি বলেন, তেজগাঁও থেকে এক্সপ্রেসওয়েতে উঠেছি। গন্তব্য উত্তরায়। ২০ টাকায় এভাবে যেতে পেরে ভালো লাগছে। কোনো যানজট নেই।
নাসিম আহমেদ নামের আরেকজন চালক বলেন, নিয়মিত আমার বনানী যেতে হয়। আজকের মতো প্রতিদিন যদি এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের অনুমতি দেওয়া হতো তাহলে অনেকটা যানজট এড়ানো যেত।
এক্সপ্রেসওয়ের মাঝে মাঝে দেখা যায়, পুলিশ স্পিডগান নিয়ে গতি পরিমাপ করছে। অতিরিক্ত গতিতে চলা মোটরসাইকেলকে জরিমানা করা হচ্ছে।
এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে নির্ধারিত টোল পরিশোধপূর্বক সর্বোচ্চ ৪০ কিলোমিটার/ঘণ্টা গতিসীমা মেনে এবং এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে এই সময়সীমার মধ্যে ব্যবহারের অনুমতি দিয়েছে।
নদীবন্দর/এএস