রাজধানীতে আজ রোববার (৫ সেপ্টেম্বর) সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তবে আকাশ ছিল পরিষ্কার। সকালে জীবন ও জীবিকার তাগিদে যারা বাইরে বের হন তারা ভ্যাপসা গরমে ঘেমে অস্থির হন। সকাল ৯টার দিকে হঠাৎ করেই আকাশে মেঘ দেখা যায়। সাড়ে ৯টার দিকে শুরু হয়। হঠাৎ করে বৃষ্টি নামায় অনেকেই বেকায়দায় পড়ে যান।
বৃষ্টি থেকে রক্ষা পেতে অনেকেই দৌড়ঝাঁপ করে নিরাপদ আশ্রয়ে ছোটেন। রিকশাচালকরা যাত্রীকে নামিয়ে সিটের নিচ থেকে পর্দা বের করতে ব্যস্ত হয়ে পড়েন। ট্রাফিক পুলিশ সদস্যদের দ্রুত ছাতা বের করে যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত হতে দেখা যায়।
পথচারীদের অনেককে বৃষ্টিতে কাকভেজা হতে দেখা যায়। তবে ক্ষণিকের জন্য নামা একপশলা বৃষ্টি ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিতে পারেনি। বরং অল্প সময়ের বৃষ্টি গরমকে যেন আরও বাড়িয়ে দেয়।
আবহাওয়ার অধিদপ্তরের রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ১৩মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।