শ্রীলেখা মিত্র মানেই আলোচনা, শ্রীলেখা মানেই হইচই। তিনি গুণী অভিনেত্রী। লিখতে পছন্দ করেন, নানা বিষয় নিয়ে মত প্রকাশ করে কথা বলাটাও বেশ পছন্দ তার। তিনি প্রতিবাদী। স্রোতের বিপরীতে চলা মানুষ। নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বেঁচে থাকার সবটুকু অধিকার উপভোগ করতে জানেন।
বঞ্চিত হলেও হতাশ হন না। বরং মীরাক্কেলের বিচারক থেকে বাদ পড়ে শ্রীলেখা চমক দেখিয়েছেন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করে।
সেই অভিনেত্রী এখন রয়েছে সুইজারল্যান্ডে। সেখানে গিয়ে একের পর এক কাণ্ড করে বেড়াচ্ছেন তিনি। সেসব বেশ মজারও বটে। সোমবার (৬ সেপ্টেম্বর) এক পোস্টে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন শ্রীলেখা। নীল সমুদ্রের মাঝে বোট ট্যাক্সি চড়ার ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘৬০ ইউরো দিয়ে প্রাইভেট বোট ট্যাক্সি ভাড়া করে লিডো থেকে ভেনিসে যাচ্ছি। দেউলিয়া হয়ে গেলাম।’
তার পোস্ট নিয়ে বেশ রসিকতা করছেন তার ভক্ত-অনুরাগীরা।
জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলেখা। সেই উপলক্ষ্যেই অভিনেত্রী ভেনিস গিয়েছেন।
তিনি প্রথমে যান সুইজারল্যান্ডের লিডোতে। আর ৬০ ইউরো খরচ করে বোট ট্যাক্সিতে তিনি ইতালির ভেনিসে পাড়ি দিয়েছেন। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে লিডো থেকে ভেনিস পৌঁছেছেন শ্রীলেখা মিত্র।
এর আগে ভেনিসের এক রেস্তরাঁয় ডিনার সারতে যান শ্রীলেখা। হঠাৎই তার চোখ পড়ে রেস্তরাঁর এক সুপুরুষের দিকে! তার কথা মতো অর্ডার দিয়ে ফেলেন এক মাছের রেসিপি। খানাপিনা জমিয়ে হওয়ার পর বিল পেয়ে শ্রীলেখা বুঝতে পারেন, সুন্দর ব্যাপারটা আসলে কতটা ভয়ংকর! বিলের অঙ্ক দেখে অভিনেত্রীর চক্ষু চড়ক গাছ। বিল হয়েছে ৬৩.২০ ইউরো, ভারতীয় মুদ্রায় যার দাম ৫ হাজারের থেকেও বেশি।
সোশ্যাল মিডিয়ায় খাবার ও বিলের পাশাপাশি সেই সুপুরুষের সঙ্গে তোলা সেলফিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘এই সেই কালনাগিনী মাছ। সুন্দর ছেলে দেখে দাম জিজ্ঞেস না করার ফলে এই যে বিল।’
তার এই পোস্টটিও নজর কেড়েছে নেটবাসীদের। জুগিয়েছে হাসির খোরাক।
নদী বন্দর / এমকে