হায়দরাবাদে গণধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড ও দক্ষিণী তারকারা। ২০১৯ সালের সেই ঘটনার জের ধরে মামলা দায়ের করা হয়েছে সলমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগনসহ ভারতের মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে।
তাদের নামে থানায় অভিযোগ জানিয়েছেন দিল্লি নিবাসী আইনজীবী গৌরব গুলাটি।
তার অভিযোগ, ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সামাজিক মাধ্যমে গণধর্ষিতার পরিচয় জানিয়ে দিয়েছেন প্রত্যেকে।
২০১৯ সালের নভেম্বর মাসে হায়দরাবাদের পশু-চিকিৎসকের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ২৬ বছরের তরুণীকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে খুন করার ঘটনায় গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে।
প্রতিবাদে মুখর হয়েছিলেন তারকারাও। ঘটনাকে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করে সলমান খান টুইটারে লেখেন, ‘এরা মানুষের বেশে শয়তান।’
অক্ষয় কুমার লেখেন, ‘ধর্ষণ বন্ধ করতে অতি অবশ্যই কঠোর আইন আনা উচিত।’
ক্ষোভে ফেটে পড়েছিলেন অজয় দেবগন, ফারহান আখতার, রাকুল প্রীত সিংয়ের মতো তারকারা। দক্ষিণী তারকা আল্লু শিরিষ, রবি তেজা প্রতিবাদ করেছিলেন। অনেকেই পশুচিকিৎসকের নাম নিজেদের বার্তায় কিংবা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছিলেন। তাতেই তীব্র আপত্তি জানিয়েছিলেন দিল্লির আইনজীবী গৌতম গুলাটি। এবার করলেন মামলা।
দিল্লির সবজি মাণ্ডি থানায় অক্ষয়, সলমান-সহ মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গৌতম। পাশাপাশি তিস হাজারি আদালতে পিটিশনও দাখিল করেছেন তিনি।
গৌতমের অভিযোগ, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম তাদের প্রকাশ্যে লেখা উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায় না।
এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য অভিযুক্ত তারকাদের গ্রেফতার করার দাবি করেছেন দিল্লিরি এই আইনজীবী।
নদী বন্দর / সিএফ