দেশপ্রেম জাগ্রত করতে হলে অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চর্চা করতে হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশলাইন্সে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
সে সময় বেনজীর আহমেদ বলেন, যত বেশি বঙ্গবন্ধুকে চর্চা করা হবে, ততো বেশি দেশপ্রেম বৃদ্ধি পাবে। যত বেশি দেশপ্রেম জাগ্রত হবে, ততো বেশি দেশের উন্নয়ন সমৃদ্ধি ঘটবে। এজন্য বঙ্গবন্ধুকে বেশি বেশি চর্চা করা দরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এরপর মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশ পুলিশ সদস্যদের সংকলিত লেখা ‘দিশারী’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
নদী বন্দর / পিকে