কোনো ম্যাচ না খেলেই ইনজুরিতে পড়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে পেস বোলিং অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার। তাই তার বদলি খেলোয়াড় নিতে বাধ্য হলো মুম্বাই ইন্ডিয়ানস।
আইপিএলের বাকি অংশে অর্জুনের জায়গায় মুম্বাইয়ের দলে থাকবেন দিল্লির পেসার সিমারজিত সিং। এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ।
এরই মধ্যে টুর্নামেন্টের স্বাস্থ্যবিধি অনুযায়ী বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ করে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন সিমারজিত।
ভারতীয় দলের সবশেষ শ্রীলঙ্কা সফরে নেট বোলার হিসেবে ছিলেন ২৩ বছর বয়সী এ পেসার। কুড়ি ওভারের ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে তার নামের পাশে রয়েছে ১৮ উইকেট। সবশেষ বিজয় হাজারে ট্রফিতে দিল্লির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছিলেন তিনি।
অর্জুন এবং সিমারজিত- দুজনই আইপিএলে অনভিষিক্ত খেলোয়াড়। ২০২১ সালের নিলামে ভিত্তিমূল্য ২০ লাখ রুপি দিয়ে অর্জুনকে দলে নিয়েছিলো মুম্বাই।
নদী বন্দর / বিএফ