দেশের জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে রাখা হবে। সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় তার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।
এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মাহমুদ সাজ্জাদ। অভিনেতার ভাই ম. হামিদ জানান, বিকেল সাড়ে ৩টায় তিনি মারা যান।
মাহমুদ সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ১ সেপ্টেম্বর। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।
মাহমুদ সাজ্জাদ ছাত্রজীবন থেকেই মঞ্চনাটকে যুক্ত ছিলেন। মঞ্চ নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকেও ছিলেন পারদর্শী।
বাংলাদেশ টেলিভিশনে মাহমুদ সাজ্জাদের অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘সংসার’, ‘ঝড়ের পাখি’ ও ‘আপন পর’।
নদী বন্দর / জিকে