গোপালগঞ্জ সদরে বাসচাপায় রাইসুল ইসলাম (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইসুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে। তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একটি ভ্যানযোগে রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটি চাপা দেয়। এতে তিন শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাইসুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নদী বন্দর / পিকে