1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ভারতে দৈনিক সংক্রমণ দেড় লাখ ছাড়ালো - Nadibandar.com
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৪০ বার পঠিত

ভারতে করোনাভাইরাসের নতুন ধরনের ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। গতকালের তুলনায় এদিন আক্রান্ত বেড়েছে ১২ শতাংশেরও বেশি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রোববার প্রকাশিত দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন। এছাড়া এদিন ৫৫২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৬২৩ জন।

দেশটিতে সংক্রমণের হারও লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, আক্রান্তের হার বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ। ২ জানুয়ারি এই হার ছিল তিন শতাংশের নিচে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পুরো চিত্র বদলে গেছে।

সংক্রমণের পাশাপাশি ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৮ শতাংশ। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। তার মধ্যে মুম্বাইয়েই আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩১৮ জন। তারপরেই রয়েছে দিল্লি। ২০ হাজার ১৮১ জন কোভিড আক্রান্ত হয়েছেন রাজধানীতে। যা গত বছরের মে মাসের পর দৈনিক আক্রান্তের হিসাবে সর্বোচ্চ।

২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ফলে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়ালো। এখন পর্যন্ত ভারতের ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯ জন। তারপরে রয়েছে দিল্লি, সেখানে ৫১৩ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এক হাজার ৪০৯ জন ওমিক্রন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com