রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলেই গত কয়েকদিন ধরে একটু একটু করে তাপমাত্রা বাড়ছে। তবে ঢাকায় আজ (শনিবার, ৯ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ঢাকার আকাশে আজ সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। তবে হালকা মেঘের কারণে সূর্যের তেজ কিছুটা কম। আর সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশা ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
নদী বন্দর / পিকে