মাংকিপক্সে আক্রান্ত যেসব নতুন রোগী এই মুহূর্তে শনাক্ত হচ্ছে তাদের প্রচলিত উপসর্গ দেখা দিচ্ছে না। ফলে রোগ নির্ণয় করা বেশ কঠিন হয়ে পড়ছে বলে গত শুক্রবার জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গুরুত্ব দিয়ে বলেছে, মাঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে রোগী শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।
সিডিসির প্রধান রশেল ওয়েলেনস্কি বলেন, ‘সম্প্রতি আমরা মাংকিপক্সের মৃদু লক্ষণ দেখতে পেয়েছি এবং তা প্রায়শই শরীরের কয়েকটি অংশে সীমিত।
পশ্চিম-মধ্য আফ্রিকার স্থানীয় এই রোগের যে প্রচলিত লক্ষণ তার সঙ্গে এসব লক্ষণের পার্থক্য রয়েছে। এর ফলে কিছু ক্ষেত্রে রোগ নির্ণয় করা সম্ভব হবে না, যা উদ্বেগের কারণ। ’
বর্তমানে শনাক্ত হওয়া মাংকিপক্স রোগীদের ক্ষেত্রে জ্বর, শরীর ব্যথা এবং ফোস্কা পড়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে না। আগে ফুস্কুরিগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়ত কিন্তু বর্তমানে তা নির্দিষ্ট কয়েকটি স্থানে সীমাবদ্ধ থাকছে।
ওয়েলেনস্কি বলেন, কিছু যৌনরোগের উপসর্গের সঙ্গে মাংকিপক্সের বর্তমান উপসর্গের মিল রয়েছে। এর ফলে রোগ নির্ণয়ে ভুল হতে পারে।
যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত মাংকিপক্সে আক্রান্ত ৪৫ জন রোগী শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সূত্র: এএফপি
নদী বন্দর/এসএফ