1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বর্ডার হাটে থই থই পানি - Nadibandar.com
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১২২ বার পঠিত

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রাজিবপুরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কয়েক দিনের টানা ভারি বর্ষণে ব্রহ্মপুত্র, সোনাভরি, জিঞ্জিরাম, জালচিড়া ও হলহলি নদীর পানির বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  

আকস্মিক বন্যায় বালিয়ামারী-কালাইয়ের চর বর্ডার হাট পানিতে ডুবে গেছে। জিঞ্জিরাম নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নদীর তীরে বাংলাদেশ ও ভারত সীমান্তে অবস্থিত বর্ডার হাট পানিতে থই থই করছে।

গত ২০১৯ সালের মার্চ মাসে বর্ডার হাটটি বন্ধ হয়ে যায় কভিডের কারণে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বছর খোলার সম্ভাবনা থাকলেও বন্যার কারণে তা আরো ক্ষীণ হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ডার হাট খোলার বিষয়ে উচ্চ পর্যয়ের একটি বৈঠক এ মাসেই হওয়ার কথা। কিন্তু বন্যায় কারণে বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়ল।

দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বর্ডার হাটের ক্রেতা ও বিক্রেতাগণ বেকার ও অলস সময় পার করছে এবং মানবেতর জীবন যাপন করছে। ভারতের আসাম রাজ্যে ভারি বর্ষণ হওয়ায় জিঞ্জিরাম নদীর অববাহিকায় সীমান্তবর্তী নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বর্ডার হাটে ও এর আশপাশে জিজ্ঞিরাম নদীর পানি বৃদ্ধি অব্যাহত।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com