২০২১ সালে সামরিক শক্তিতে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে ৪৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর ৪৬তম অবস্থানে ছিল। এবার র্যাংকিংয়ে একধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ।
গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র্যাংকিং’ তালিকায় ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। বাংলাদেশ ০ দশমিক ৭৪৯৭ শক্তিসূচক নিয়ে ৪৫তম অবস্থানে রয়েছে।
প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন, চতুর্থ ভারত এবং পঞ্চম স্থানে আছে জাপান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান দশম। গত বছর পাকিস্তান ১৫তম স্থানে ছিল। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার গত বছর ৩৫তম স্থানে থাকলেও এবার তিন ধাপ নেমে ৩৮তম স্থানে নেমেছে।
পাকিস্তানের পর ১১তম স্থানে আছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। আর গত বছরের তুলনায় চার ধাপ নেমে মিসরের অবস্থান এবার ১৩তম। এরপরই ১৪তম অবস্থান নিয়ে তালিকায় আছে ইরান ১৪ এবং সৌদির অবস্থান ১৭তম। ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।
জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কত খানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।
নদী বন্দর / পিকে