চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে কয়েকশ হেক্টর ফসলি জমি। গত চার দিনে সদর উপজেলার ৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দুই হাজার কৃষক।
উপজেলা কৃষি দপ্তর জানিয়েছে, ২৫০ হেক্টর জমির মাসকলাই, ৪০ হেক্টর জমির শাকসবজি, ৪০ হেক্টর জমির সরিষা ও ৫ হেক্টর জমির তিল এখন পানির নিচে।
সাদ্দাম হোসেন নামের এক কৃষক বলেন, ‘ছয় বিঘা জমিতে কলাই বুনেছিলাম। হঠাৎ পদ্মায় পানি বেড়ে সব তলিয়ে গেছে। মাসকলাই বিক্রি করে বছরের অর্ধেক সময় সংসার চালাই।’
মাসুম আলী নামের একজন বলেন, ‘বীজ ফুটে কেবল কলাইয়ের গাছ বের হয়েছিল। কিছু গাছ বড়ও হয়েছিল। হঠাৎ পানি বাড়ায় ফসলি জমি ডুবে গেছে।’
সারোয়ার জাহান বলেন, ‘আমাদের এলাকার প্রায় সব জমিতে কলাইয়ের গাছ বড় হতে শুরু করেছিল। নিম্নাঞ্চলের ডোবা নালা ডুবে, পানি উপচে এখন ফসলি জমি তলিয়ে গেছে। অনেকে বাড়ন্ত কলাইয়ের গাছ কেটে গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন।’
পানি উন্নয়ন বোর্ড বলছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় দশমিক ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণেই মূলত পানি বেড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনুভা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩৩৫ হেক্টর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ হাজার ১৪০ জন কৃষক।’
নদী বন্দর/এসএইচ