1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সরকারের অপশাসনে ব্যবসায়ীরা খুব খারাপ সময় পার করছে - Nadibandar.com
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায় সরকার দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি: প্রেস সচিব চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সহযোগিতা করবে সরকার: উপদেষ্টা নাহিদ এবার টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন যুক্তরাজ্যের বিরোধী নেতা বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ‘নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই’ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পঠিত

সরকারের অপশাসনে ব্যবসায়ীরা ‘খুব খারাপ সময়’ পার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, আজকে একটি খবরের কাগজে বড় ব্যবসায়ীদের সমস্যার কথা উঠে এসেছে। প্রত্যেক বড় ব্যবসায়ী একটা কথা বলছেন, আমরা খুব খারাপ সময়ের মধ্যে আছি। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখন এমন অবস্থা যে, শ্রমিকদের মজুরির টাকা পর্যন্ত আমাদের কাছে থাকছে না।

তিনি বলেন, সরকার বলার চেষ্টা করে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এটা হচ্ছে। হয়তোবা কিছুটা আছে। কিন্তু শুরুটা করেছে সরকার। দেশের সম্পদকে লুট করছে। ১০ বছরে ৮৬ লাখ কোটি টাকা পাচার করেছে। গত এক বছরেই ৭৮ হাজার কোটি টাকা পাচার করেছে। যে দেশের অর্থনীতিতে সরকারের লোকেরা সম্পদ লুট করে পাচার করে সে দেশের অর্থনীতি কী থাকতে পারে।

মির্জা ফখরুল বলেন, সংকটকালে রিজার্ভ ব্যবহার হতেই পারে। ব্যবসায়ীরা বলছেন এ সময়ে যদি আমরা প্রণোদনা পেতাম, এ সময়ে যদি কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা পেতাম তাহলে হয়তো আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম।

তিনি বলেন, ব্যাংকগুলোতে এলসি খোলা যায় না। কারণ তাদের ডলার নেই, ডলার দিতে পারছে না। রিজার্ভের টাকা তো লোপাট করে ফেলেছে আগে থেকেই এবং এতো বেশি লোপাট করেছে যে, সরকার ডিফেন্সিভ হয়ে বলছে, ‘না আমরা রিজার্ভ চিবিয়ে খাইনি’। আপনারা চিবিয়ে খাননি আমরা জানি, আপনারা গিলে ফেলেছেন এবং সেগুলো আবার পাচার করে দিয়েছেন। এটা প্রমাণিত সত্য। এতো কথা বলার আমার দরকার নাই। আজ সাধারণ মানুষ, রিকশাচালক, হকার যার কাছেই যাবেন বলবে- এ সরকার চোর।

এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষ জেগে উঠেছে। মানুষ কিন্তু পিছিয়ে নেই। প্রত্যেকটা সমাবেশ আমাদের অনুপ্রাণিত করেছে। আরেকটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ সরকারকে পরাজিত করতে হবে।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমি বিচার বিভাগকে বলতে চাই, বিচারকদের প্রতি সম্মান রেখে বলতে চাই- দয়া করে ন্যায়বিচার করুন। কারণ এদেশে বহু প্রমাণ আছে- বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। সুতরাং কেউ পার পাবেন না।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব বলেন, এখনো বলছি সরে দাঁড়ান, নিরাপদে সরে দাঁড়ান। তা না হলে জনগণের উত্তাল তরঙ্গে সুনামির মতো ভেসে যাবেন।

উত্তরবঙ্গ ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com