ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার না করলে করোনার টিকা না নেয়ার ঘোষণা দিয়েছেন দিল্লিতে আন্দোলনরত কৃষকরা। রোববার (১৭ জানুয়ারি) তারা এ ঘোষণা দেন। আন্দোলনরত কৃষকদের অধিকাংশের বয়স পঞ্চাশের বেশি। কিন্তু তাতেও তারা পরোয়া করছেন না।
পাঞ্জাবের মোগা জেলা থেকে আসা আন্দোলনরত কৃষক চামকৌর সিংহ জানিয়েছেন, দিল্লি ছেড়ে তারা টিকা নেয়ার জন্য গ্রামে ফিরবেন না। সরকার যতক্ষণ আইন প্রত্যাহার না করবে, ততক্ষণ তারা টিকা নেবেন না।
চামকৌর সিংহ আরও বলেন, ‘চিকিৎসকদের কাছে শুনেছি যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম, তারাই আক্রান্ত হচ্ছেন বেশি। দিল্লির রাস্তায় হাজার হাজার গরিব মানুষ রয়েছেন। যাদের হাত ধোয়ার মতো কোনো ব্যবস্থাও নেই। কারো মুখে মাস্কও নেই। তারা কিভাবে এই ভাইরাসকে সামলাচ্ছে?’
চমাকৌরের মতো বহু আন্দোলনকারী একই রকম কথা বলেছেন।
ফিরোজপুর থেকে আসা বলপ্রীত সিংহ বলেন, ‘আন্দোলনের শুরু থেকেই আমরা এখানে আছি। একেকটি দলে ১০০-২০০ জন। কিভাবে সামাজিক দূরত্ব মানব? এই রোগের থেকে রোগের ভয় আরও বেশি মারাত্মক। আমাদের জমি, বাড়ি যদি হাতছাড়া হয়, তা হলে টিকা নিয়ে কী লাভ?’
তবে চামকৌর বা বলপ্রীতরা টিকা নিতে অস্বীকার করলেও আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ আছেন যারা টিকার বিরুদ্ধে যেতে চান না।
পাঞ্জাব থেকে আসা আরেক কৃষক কুলদীপ কৌর বলেন, ‘আমাদের গ্রামে কোভিডের সংক্রমণ নেই। তবুও বাড়ি ফিরলে আমি টিকা নেব। এখানে টিকা দিতে এলেও তা নেব।’
নদী বন্দর / পিকে