টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুরপাড়ায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দীর্ঘদিনের অবৈধভাবে দখল করা নির্মাণাধীন মার্কেট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী।
রোববার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ড. আতাউল গনির নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা ভূমি কমিশনার মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী জানান, টাঙ্গাইল পৌর এলাকার প্রাণকেন্দ্র আকুর টাকুরপাড়া এলাকায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জাল দলিলের মাধ্যমে ৬৬ শতাংশ সরকারি ‘ক’ তফসিলভুক্ত জমি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণসহ বিভিন্ন স্থাপনা করেছিলেন। এ বিষয়ে জেলা প্রশাসন মামলা করার পর সরকারের পক্ষে রায় দিয়েছেন আদালত। এরই প্রেক্ষিতে সরকারি স্বার্থে এই ভূমি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের পরবর্তী নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নদী বন্দর / জিকে