ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারও যেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, সবাই যেন তামাশা দেখছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে জায়গা পাচ্ছেন না। চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেন কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।
জাপা চেয়ারম্যান আরও বলেন, রাজধানীর দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে সাধারণ মানুষকে নিয়ে হতাশ করেছে। মশা নিধনে যে ওষুধ স্প্রে করছে, তাতে সাধারণ মানুষের বিশ্বাস নেই। সাধারণ মানুষ মনে করে, দুর্নীতির জন্যই নকল ওষুধ স্প্রে করছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, দেশের মানুষ জানতে চায় ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে। মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোনো দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।
নদী বন্দর/এসএইচবি