চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন স্থাপিত রেললাইন পরিদর্শন করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেলার দোহাজারী রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ের মোটর ট্রলিতে করে রেলমন্ত্রী এই পরিদর্শন শুরু করেন।
রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, রেলমন্ত্রী কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন ও স্টেশনসমূহ পরিদর্শন শুরু করেছেন সকাল ১০টা থেকে। আগামি ১২ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন রেলপথের উদ্বোধন করবেন। এ উপলক্ষে চলমান কাজ এগিয়ে নিয়ে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে রেলমন্ত্রী এই পরিদর্শন করছেন।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন শতভাগ সম্পন্ন হয়েছে। এই লাইন এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। তবে চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেললাইন এখনো সংস্কার ও স্থাপন সম্পন্ন না হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার দিন তারিখ এখনো ঠিক হয়নি।
নদী বন্দর/এসএইচবি