চীনের হুবেই প্রদেশের ৭ম বিমানবন্দর চালু করেছে কর্তৃপক্ষ। শনিবার জিংঝোউ শহরে ওই বেসামরিক বিমানবন্দর চালু করা হয়। ১৪৩ হেক্টর জমির ওপরে ওই বিমানবন্দর করা হয়েছে।
শনিবার সকালে নতুন ওই বিমানবন্দরে প্রথম ফ্লাইট অবতরণ করেছে। হুবেই এয়ারপোর্টস গ্রুপ কোম্পানি জানিয়েছে, চীনের গুয়ানঝৌ শহর থেকে প্রথম ফ্লাইটটি জিংঝোউ বিমানবন্দরে পৌঁছায়।
এই বিমানবন্দরের পেছনে মোট ১৩০ কোটি ইউয়ান খরচ করা হয়েছে। ২০১৮ সালে বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হয়। ২০২৫ সালের মধ্যে বার্ষিক ৭ লাখ যাত্রী পরিবহনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চীনের বিভিন্ন শহরের সঙ্গে নতুন এই বিমানবন্দরে বিমান চলাচল করবে। হুবেই এয়ারপোর্টস গ্রুপ কোম্পানি জানিয়েছে, জিংঝোউ শহরের সঙ্গে শাংহাই, শেনজেন, শিয়ান এবং হ্যাংঝৌসহ বিভিন্ন শহরে বিমান চলাচল করবে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বিমানবন্দরের মাধ্যমে স্থানীয় পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে। একই সঙ্গে পরিবহনের কেন্দ্র হিসেবে ওই শহরের অবস্থানেরও উন্নতি ঘটবে।
সূত্র : শিনহুয়া নিউজ