প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
রোববার (৩১ জানুয়ারি) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নতুন এই দিন ধার্য করেন।
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মানবপাচারের সঙ্গে আন্তর্জাতিক দালালচক্রের কে বা কারা জড়িত তা জানার জন্য ইভানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম ইভানের উপস্থিতিতে সাত দিনের রিমান্ড শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
একই বছরের ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আসামি ইভানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট খান মাহমুদুল হাসান জামিনের আবেদন করেন। তবে মামলার নথি না থাকায় আদালত পরের দিন ১৪ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ১২ জুলাই এ চক্রের মূলহোতা এবং দুবাইয়ের ৪টি হোটেলের অন্যতম মালিক আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতার হওয়া একাধিক আসামি ইভানের জড়িত থাকার কথা জানায়। এরপর গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করে।
সিআইডি বলছে, নারীপাচার চক্রের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
নদী বন্দর / এমকে