‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘ডেভিল শব্দের অর্থ শয়তান। যারা শয়তান, তারাই ধরা পড়বে। এখানে ছোট কি বড় শয়তান সেটা বিষয় না।’’
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘‘ডেভিল হান্ট অপারেশন ততদিন পর্যন্ত চলবে, যতদিন ডেভিল এখান থেকে মুক্ত না হয়।’’
‘বড় শয়তান ধরা পড়ছে না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দিইনি। প্রথমদিনই পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। সুতরাং, ছোট-বড় ব্যাপার না। যে আসবে এই জালে, সে ধরা পড়বে।’’
অভিযানে নির্দোষ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বিগত আওয়ামী সরকারের সময়ের যারা ভুক্তভোগী, তারা অবশ্যই আইনগত সহায়তা পাবেন। শুধু আমাদের এইখান থেকে না। লিগ্যাল এইড ডিপার্টমেন্ট আছে, ওই দিক থেকেও সহায়তা পাবেন।’’
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাবেন কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘‘কেউ যদি দোষী হয়ে চাকরি হারায় তারে কি ফেরানো উচিত? আপনারা যদি না বলেন, তাহলে আমিও না বলব। যদি নির্দোষ হয়ে থাকে, সেটা তো আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।’’
এ সময় ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশ নিয়ে গুজবের বিরুদ্ধে ‘সোচ্চার’ অবস্থান নেওয়ায় বাংলাদেশি সাংবাদিকদের ধন্যবাদ জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘‘তারা (ভারতীয় সংবাদমাধ্যম) মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। ওটার বিরুদ্ধে আপনারা (বাংলাদেশি সাংবাদিকেরা) খুবই সোচ্চার ছিলেন। আপনারা সত্য সংবাদটা প্রকাশ করেছেন, যেন মিথ্যা সংবাদটা প্রকাশ না হয়। সে জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। সত্যি সংবাদ প্রকাশ করার কারণে পার্শ্ববর্তী দেশ আর আগের মতো গুজব ছড়াতে পারে না।’
নদী বন্দর/এসএকে