দেশের কয়েকটি অঞ্চলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এতে সামনের দিনগুলোতে ধীরে ধীরে গরমের অনুভূতিও বাড়তে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘তিন দিন দেশের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বজ্রপাতসহ বৃষ্টির ক্ষীণ সম্ভাবনাও রয়েছে। তবে আগামী ২২ বা ২৩ ফেব্রুয়ারি দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা। বুধবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী বুধবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরদিন বৃহস্পতিবার বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বাড়তে পারে। বৃষ্টি থাকতে পারে দেশের সাত বিভাগেই। এদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে মঙ্গলবার সকালে দেশের দক্ষিণে কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, মেঘলা আবহাওয়া থাকলে এবং অল্প বৃষ্টি হলে অনেক সময় কুয়াশার পরিমাণ বেড়ে যায়। তবে বৃষ্টি বেশি হলে আবার কুয়াশা কেটে যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৮ ডিগ্রি।
নদীবন্দর/জেএস