1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ড. ইউনূসকে নিয়ে অ্যালেক্স কাউন্টসের বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ - Nadibandar.com
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর ঢাকা:
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত

ক্ষুদ্রঋণের প্রসারে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য ভূমিকা নিয়ে গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টস লিখেছেন ‘স্মল লোনস, বিগ ড্রিমস’। 

এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে ক্ষুদ্রঋণের যে উদ্ভাবন ও বিকাশ ঘটেছে, তার ক্ল্যাসিক বিবরণ তুলে ধরেছেন অ্যালেক্স। 

বইটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। ক্ষুদ্রঋণ নিয়ে ব্যবসা শুরুর মধ্য দিয়ে একজন প্রান্তিক নারীর জীবন বদলানোর চিত্র তুলে এনেছেন তার লেখায়।

অ্যালেক্স কাউন্টস ২০০৮ সালে বইটি লেখেন। তবে এবারই প্রথমবারের মত এটির এশীয় সংস্করণ বের করা হয়।  ইউপিএল প্রকাশনী বইটি বাজারে এনেছে। তাদের স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

ইউপিএল প্রকাশনীর পরিচালক মাহরুখ মহিউদ্দিন জানান, গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টসের লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণ প্রথমবারে মত বইমেলায় আনা হয়েছে।

এছাড়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লেখা তিনটি বই, ড. ইউনূস সম্পাদিত একটি বই এবং এ্যালেক্স কাউন্টসের লেখা অন্য আরেকটি বই-‘মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এন্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রিভ্যুলেশন’ ইউপিএল-এর স্টলে পাওয়া যাচ্ছে। অবশ্য এসব বই ইউপিএল কয়েকবছর আগেই বইমেলায় নিয়ে এসেছে।

‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণে এ্যালেক্স কাউন্টস ক্ষুদ্রঋণের ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেখিয়েছেন কিভাবে অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে পরিবেশগত সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ ব্যাংক তার কর্মপদ্ধতি পরিবর্তন করেছে। তিনি গ্রামীণ মডেল নিয়ে সমালোচকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং ইউনূসের অসাধারণ দৃষ্টিভঙ্গির দীর্ঘমেয়াদি প্রভাব ব্যাখ্যা করেছেন।

‘স্মল লোনস, বিগ ড্রিমস’ যার আভিধানিক বাংলা অর্থ ‘ক্ষুদ্র ঋণ, বড় স্বপ্ন’। এই বইয়ে লেখক আরও দেখিয়েছেন, ক্ষুদ্র ঋণ অর্থনৈতিক বৈষম্য কমাতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ এটি সুবিধাবঞ্চিত মানুষকে বৈশ্বিক অর্থনীতিতে সৃজনশীলভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় এ্যালেক্স কাউন্টস ১৯৯৭ সালে গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ২০১৬-১৭ সালে আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সিইও হিসেবে কাজ করেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে, তিনি জন এফ. কেনেডি মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন।

গত কয়েক বছরের মত এবারও অধ্যাপক ইউনূস কিংবা গ্রামীণ ব্যাংক অথবা ক্ষুদ্রঋণের ওপর লেখা যে বইগুলো ইউপিএল স্টলে পাওয়া যাচ্ছে সেগুলো হলো—

১. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লেখা-‘ব্যাংকার টু দ্য পুওর: দ্য অটোগ্রাফি অব মুহাম্মদ ইউনূস, ফাউন্ডার অব দ্য গ্রামীণ ব্যাংক’।

২. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লেখা-‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস: দ্য নিউ ইকোনমিক অব জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এন্ড জিরো নেট কার্বন এমিশন’।

৩. ড. মুহাম্মদ ইউনূসের লেখা- ‘ব্লিডিং সোশ্যাল বিজনেস: দ্য নিউ কাইন্ড অব ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউমিনেটিস মোস্ট প্রেসিং নিড’।

৪. এ্যালেক্স কাউন্টসের লেখা মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এন্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রিভ্যুলেশন।

৫. অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পাদিত ‘জরিমন এন্ড আদারস: ফেইসেস অব প্রভার্টি’।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com