কানাডায় তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। অন্যদিকে তীব্র ঠান্ডায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মহামারি প্রতিরোধে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কানাডা সরকার।
তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, সড়কে গাড়ি চলছে ধীরগতিতে। মানুষের চলাফেরায় ভীষণ অসুবিধার পড়েছেন। বরফে ছেয়ে গেছে মাঠ প্রান্তর রাস্তাঘাট। কানাডায় তুষারঝড় করোনার কারণে লকডাউন, জরুরি অবস্থা জারি সবকিছু মিলিয়ে প্রবাসী বাংলাদেশিসহ কানাডার জীবনযাপন পর্যুদস্ত। প্রচণ্ড ঠান্ডায় কারোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু মৃত্যুর হার কমছে। দেশটির করোনার হাত রক্ষার জন্য সরকার খুবই তৎপর এবং বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। এই অবলম্বনগুলো জনসাধারণের স্বার্থে এসেছে এবং সুবিধা হচ্ছে। ভবিষ্যতে সরকারপ্রধান সবাই সতর্কবাণী মেনে চলার আনুরোধ জানিয়েছেন। করোনা থেকে মুক্তি হোক বিশ্ব, মুক্তি হোক কানাডাবাসী।
নদী বন্দর / এমকে