1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের লন্ডনের গুরুত্বপূর্ণ সফরে যা ঘটেছে - Nadibandar.com
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর গত ১৭ থেকে ২১ মার্চ লন্ডন সফর করেন। সরকারের চুরি হয়ে যাওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা ত্বরান্বিত করা, আর্থিক অন্তর্ভুক্তি ও আন্তঃসংযোগ (ইন্টারঅপারেবিলিটি) বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ ছিল এ সফরের মূল উদ্দেশ্য।

বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত কার্যক্রম

সফরের প্রথম অংশে গভর্নর চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, যুক্তরাজ্য বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং চুরি হওয়া সম্পদের অন্যতম গন্তব্য হওয়ায় এ সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

১৭ মার্চ লন্ডনের পার্লামেন্ট ভবনে ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন করাপশন’এর বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর। এতে যুক্তরাজ্যের এমপি, লর্ডস, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা এবং বাংলাদেশি প্রবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গভর্নর যুক্তরাজ্য সরকারের সহায়তার প্রশংসা করেন, বিশেষ করে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সমন্বয় কেন্দ্রের কারিগরি সহায়তার কথা তুলে ধরেন।

ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (এফসিডিও) এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এমপির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

১৯ মার্চ লন্ডনে বাংলাদেশ অ্যাসেট রিকভারি সেমিনারে অংশগ্রহণ করেন তিনি, যেখানে ৩০টিরও বেশি আইন ও তদন্ত সংস্থা এবং ফান্ডিং প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। নতুন ‘অ্যাসেট রিকভারি অ্যাক্ট’ খসড়ার কাজ চলছে বলে জানান গভর্নর।

আল জাজিরা, ফিনান্সিয়াল টাইমস, গার্ডিয়ান ও ডেইলি মেইলসহ শীর্ষস্থানীয় ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকারও দেন তিনি।

বিশ্বের তিনটি বৃহৎ লিটিগেশন ফান্ডারের সঙ্গে পৃথক বৈঠকে তারা বাংলাদেশে প্রায় ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

আর্থিক অন্তর্ভুক্তি ও আন্তঃসংযোগ সংক্রান্ত কার্যক্রম

১৮ থেকে ২১ মার্চ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে চার দিনব্যাপী কর্মশালায় অংশ নেন গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল। এতে ‘মোজালুপ’ পেমেন্ট সিস্টেমের সম্ভাব্য গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হয়।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অল্টারনেটিভ ফাইন্যান্স (সিসিএএফ)-এর সঙ্গে যৌথ কর্মশালায় অংশগ্রহণ করেন গভর্নর ড. আহসান এইচ মানসুর। এজেন্ট ব্যাংকিং প্রসার এবং নতুন প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশেও একটি গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সেন্টার ফর অল্টারনেটিভ অ্যান্ড ইনক্লুসিভ ফাইন্যান্স’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়।

জিএসএম অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) সঙ্গে কর্মশালায় অংশগ্রহণ করে বাংলাদেশে কিউআর কোড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ক্যাশলেস অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স (এলএসই)-এর অধীন ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি)-এর সঙ্গে বৈঠকে গবেষণা সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত ঝুঁকি অন্তর্ভুক্তকরণ ও বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়।

নদীবন্দর/এআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com