টলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর যারা রাখেন তাঁদের কাছে অভিনেতা দেব- রুক্মিণী মৈত্রর প্রেমের কথা অজানা নয়। গত ১২ বছর ধরে সম্পর্কে রয়েছেন তারকা জুটি। তবে বিয়ের করার নাম নেই। এরইমধ্যে গুঞ্জন ওঠে দুইজনের সম্পর্কের তলা কেটেছে। তবে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেতা দেব জানিয়েছেন, রুক্মিণীর সঙ্গে মুম্বাই শহরে স্থায়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘প্ল্যান করছি মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কেনার। কারণ ওখান থেকে অনেক কাজের অফার আসছে। মাসে অন্তত দশ দিন মুম্বাই গিয়ে থাকব। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বাই যেতে হয়। তাছাড়া ফাইটমাস্টার, কোরিওগ্রাফার সবাই ওখানকার। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও মুম্বাই যেতে হয়।’
অভিনেতা যোগ করেন, ‘বিভিন্ন কাজের কারণে মাসে অন্তত দশদিন মুম্বাই থাকতে হয়। আমাদের বেশিরভাগ কাজই এখন মুম্বাইয়ে হচ্ছে। আমি ওখানে থাকলে নিজের সুবিধা হবে। তবে মুম্বাইয়ে থাকা খরচ সাপেক্ষ ব্যাপার। সব কিছু চিন্তাভাবনা করে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কেনার চেষ্টা করছি।’
টলিউড চিত্রনায়ক যদি মুম্বাই চলে যান তাহলে রুক্মিণী কোথায় থাকবেন? এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘রুক্মিণী অনেকদিন ধরেই মুম্বাইয়ে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা সাহস পাচ্ছিল না। তাছাড়া আমারও মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। রুক্মিণীর বন্ধু হিসেবে যদি পাশে না থাকি তাহলে অন্যায় হবে। এখন মুম্বাইয়ে আমার অনেক কাজ থাকে।’
বলে রাখা ভালো, দীর্ঘ ৯ বছর পর চলতি বছরের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ‘ধুমকেতু’ সিনেমা। ইতোমধ্যে ছবির টিজার মুক্তি পেয়েছে।
নদীবন্দর/জেএস