গাজীপুরের টঙ্গী সাহাজ উদ্দিন স্কুলের পেছনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জীবন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জীবন বাসের হেলপার ছিলেন বলে জানিয়েছেন তার বড় ভাই।
বুধবার (৯ এপ্রিল) ভোর ৪টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবন গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট লেদু মোল্লা রোড এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
নিহতের বড় ভাই মো. জুবায়ের জানান, আমার ভাই একটি বাসে হেলপারের কাজ করতো। কাজ শেষে গতরাত ৩টার দিকে বাসায় ফেরার পথে টঙ্গী সাহাজ উদ্দিন স্কুলের পেছনে ৩/৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে ভাইকে পেছন থেকে পিঠে ও ডান পায়ে আঘাত করে।
এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। চিকিৎসক আরো জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ ভোরের দিকে মুমূর্ষ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
নদীবন্দর/এআরকে