ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিচ্ছে লাখ-লাখ মানুষ।
এ কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকায় সমবেত হয়েছেন। তাদের হাতে আছে ফিলিস্তিনের পতাকা, গলায় প্রতিবাদী স্লোগান— এক দৃপ্ত উচ্চারণে বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার বার্তা।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীতে এমন চিত্র দেখা গেছে।
পতাকা হাতে সায়েম নামের একজন ছাত্র বলেন, গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে। আমরা আর চুপ থাকতে পারি না। বিশ্ব বিবেককে জাগতে হবে। এভাবে চলতে পারে না।
সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তরুণ, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের। অনেকেই হাতে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন— ‘গাজা শান্তি চায়’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো’।
আবার সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের মুখে চোখে পড়ে ব্যতিক্রমী দৃশ্য— কারও গায়ে ‘Free Palestine’ লেখা টি-শার্ট, কারও হাতে ফিলিস্তিনের পতাকা। কেউ মাথায় বেঁধেছেন রুমাল, তাতে আরবি ক্যালিগ্রাফিতে লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।
উল্লেখ্য, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে।
নদীবন্দর/একেএম