1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিসিএস পরীক্ষার্থীদের আজ ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি - Nadibandar.com
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার ‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি গাজীপুরে ফ্ল্যাট থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশের সঙ্গে বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ: পাকিস্তানের বিবৃতি ফের বাগযুদ্ধ: বাড়তে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের অর্ধশত যুবক রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে উভয় সংকটে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজের ঝাঁজ বাড়াচ্ছে সিন্ডিকেট কারিগরি শিক্ষার্থীদের কফিন মিছিল, রাজপথে থাকার ঘোষণা মালয়েশিয়ায় এক দিনে বাংলাদেশিসহ আটক ৫০৬ বিদেশি
নদীবন্দর,ঢাকা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পঠিত

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। এই লক্ষ্যে গতকাল বুধবার তারা প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

দাবি আদায়ে পরীক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণা দেন এবং কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে, গতকাল পরীক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে স্মারকলিপি জমা দেন। গত মঙ্গলবার রাতে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁও পিএসসি ভবন থেকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত গিয়েছিলেন, যেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

তারও আগে, গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেলে পিএসসির প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে আলোচনা করলেও কোনো সমাধান আসেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন যে পিএসসি তাদের অবস্থানে অনড় রয়েছে।

পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ এবং নিরাপত্তার বিষয় বিবেচনা করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের মূল দাবি হলো ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা এবং এর আগে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন করা।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে একদল চাকরিপ্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পিএসসি ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়েছে। একই সাথে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো প্রার্থীর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা একই সময়ে পড়লে সেটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। তবে পিএসসির এ সিদ্ধান্ত মানতে নারাজ চাকরিপ্রার্থীরা।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com