গাজা উপত্যকায় গণহত্যার শিকার ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থনের অংশ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নেগেভ মরুভূমির উত্তরে একটি কৌশলগত ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে জানিয়েছেন, আজ (শনিবার) বেয়ারশিয়ার ১৫ কিলোমিটার (৯.৩ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত নেভাতিম বিমানঘাঁটি লক্ষ্য করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইয়েমেনি বাহিনী। ইসরাইলি বিমান প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুকে বাধা দিতে ব্যর্থ হয়েছে।
ইয়াহিয়া সারিয়ি জোর দিয়ে বলেন, ইয়েমেনি বাহিনী তাদের দেশে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং নির্যাতিত ফিলিস্তিনি জাতিকে আরও বেশি সমর্থন দেবে।
ইয়েমেনের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেন, গাজায় ইসরাইলের স্থল ও বিমান বন্ধ এবং অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের অভিযান বন্ধ করবে না।
গাজায় ইসরাইলের নৃশংসতা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং সংলগ্ন অঞ্চলে ইসরাইলি, মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে ধারাবাহিক হামলা শুরু করেছে।
গাজায় গণহত্যা যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে ইসরাইলে সামরিক সরবরাহে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে ইয়েমেনিরা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে কৌশলগত অবরোধ আরোপ করে এবং গাজায় চলমান মানবিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
সূত্র: পারর্সটুডে
নদীবন্দর/এএস