পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আবারও নতুন কমিটি গঠিত হয়েছে। এবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।
তিনি জানান, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নাজমুলকে সভাপতি ও আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন সদস্যরা। পরে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
গত ৫ আগস্টের পর আগে কমিটিকে বাদ দিয়ে নতুন কমিটি হয়েছিল। কিন্তু এই কমিটি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব দেখা দেয়। বিষয়টি পুলিশ সদর দপ্তর পর্যন্ত গড়ায়। অবশেষে নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠন করে দেওয়া হলো।
নদীবন্দর/জেএস