করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।
এদিকে একই দিন সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সস্ত্রীক করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।
গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে রাজধানীসহ সারাদেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন সর্বমোট ৩১ হাজার ১৬০ জন করোনার টিকা গ্রহণ করেন। এর মধ্যে ২১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় বলে বিজ্ঞপ্তিতে জানায় স্বাস্থ্য অধিদফতর।
নদী বন্দর / জিকে