1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মে মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা খেলার মাঠেই পাকিস্তানি পেসারের মর্মান্তিক মৃত্যু বিশ্বকে অঙ্গীকার ইসলামাবাদের: ভারত উত্তেজনা আর না বাড়ালে পদক্ষেপ নেবে না পাকিস্তান টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমান ভারতের পুশ-ইন নিয়ে নিরাপত্তা উপদেষ্টার কঠোর বার্তা রাশিয়ায় সার্জারি শেষে ফিরলেন গণঅভ্যুত্থানে মুখ হারানো খোকন ভারত-পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান তারেক রহমানের ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাংলাদেশের, সংযত থাকার আহ্বান
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২ বার পঠিত

ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ মঙ্গলবার (৬ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংকটের মধ্যে ভোররাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

একই সঙ্গে প্রদেশটির সব ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ছাড়া, বেসামরিক প্রতিরক্ষা এবং অন্য প্রয়োজনীয় বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের দায়িত্ব পালনের জরুরি তলব করা হয়েছে।

এদিকে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীরের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভারতের হামলায় ২ শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে বলেছেন, তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।

এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। আজাদ কাশ্মীরে মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলার পর এ কথা বলেন শাহবাজ শরিফ।

ভারত মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এক বিবৃতিতে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেছেন, কোনো উসকানি ছাড়া ভারতের এই হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।

পুরো দেশবাসী সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভ কামনা রয়েছে।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com