1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নিজেদের তৈরি চালকবিহীন বৈদ্যুতিক বাসের পরীক্ষা চালাল তুরস্ক - Nadibandar.com
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯২ বার পঠিত

নিজেদের তৈরি চালকবিহীন বৈদ্যুতিক বাসের পরীক্ষা চালিয়েছে তুরস্ক। গত ১ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়। এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা বারানক উপস্থিত ছিলেন।

এরদোয়ান বৈদ্যুতিক বাসের পরীক্ষার সময় তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা তুরস্কের তৈরি চালকবিহীন বাসে করে মন্ত্রিসভার বৈঠকে যাচ্ছি। এটি তুর্কি প্রকৌশলীদের দ্বারা তৈরি বিশ্বের প্রথম উত্পাদিত চতুর্থ স্তরের চালকবিহীন বৈদ্যুতিক বাস।’

এ প্রসঙ্গে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে ব্যাপক উত্পাদন দিয়ে এটি বিশ্বজুড়ে তুরস্ক ও তুর্কি ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে।’

jagonews24

আতাক ইলেকট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই চার্জের মাঝামাঝি সময়ে এটি ৩০০ কিলোমিটার (১৮৬ দশমিক ৪ মাইল) পর্যন্ত রেঞ্জ অতিক্রমে সক্ষম। সরাসরি বিদ্যুতে চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা।

২৭ দশমিক ২ ফুট (৮ দশমিক ৩ মিটার) দৈর্ঘ্যের বাসটিতে ৫০ যাত্রী বসতে পারবেন। উৎপাদক প্রতিষ্ঠান কারসান জানিয়েছে, এরই মধ্যে তারা ব্যাপকভিত্তিক উৎপাদন শুরু করেছে।

jagonews24

এ প্রসঙ্গে কারসান চিফ এক্সিকিউটিভ (সিইও) ওকান বাস বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল, আমাদের রাষ্ট্রপতি খুব উচ্ছ্বসিত ছিলেন। বিশেষত তুরস্কের এই সরঞ্জামটি কেবল এখানে উত্পাদিত হয়নি, তুর্কি প্রকৌশলীদের দ্বারা তৈরি করা হয়েছে।’

গত মাসেই নিজেদের তৈরি বৈদ্যুতিক বাসের পরীক্ষা চালায় তুরস্কের আরেক প্রতিষ্ঠান অটোকার।

 

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com