ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা চতুর্থ দিনের মতো পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছেন তার সমর্থকরা।
রোববার (১৮ মে) সকাল থেকে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থীরা।
বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে নগর ভবনের কর্মরত শ্রমিকদল, সাথে যুক্ত হয়েছেন ছাত্রদল ও যুবদলের নেতারাও।
ধলপুরের আঞ্চলিক অফিসসহ ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর কার্যালয়ে গত শনিবার রাতে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদলের নেতারা। রোববার সকালে অফিসে গেলে কর্মকর্তারা তালাবদ্ধ দেখে অফিস থেকে ফিরে আসেন।
এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেছেন, যারা আন্দোলন করতে চায় তারা আন্দোলন চালিয়ে যাবে। আমি ইশরাক নিয়মতান্ত্রিক, আইনের ধারাবাহিকতা ও গণতন্ত্রে বিশ্বাস করি তাই কাউকে বাধা দেব না।
নদীবন্দর/জেএস